যশোরের ঝিকরগাছার সব শিক্ষাপ্রতিষ্ঠানের অনুপস্থিত ছাত্রীদের তথ্য চেয়েছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে এ তথ্য চাওয়া হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর আজকের পত্রিকায় ‘এক বিদ্যালয়ে ৩০ ছাত্রীর বাল্যবিবাহ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
প্রকাশিত সংবাদে উপজেলার বল্লা বি এন কে মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ ছাত্রীর বাল্যবিবাহের তথ্য তুলে ধরা হয়। এরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম জিল্লুর রশীদকে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের তথ্য তলবের নির্দেশ দেন।
বল্লা বি এন কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন গত বৃহস্পতিবার বলেন, ‘মেইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা পেয়েছি।’
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম জিল্লুর রশীদ বলেন, ‘উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের তথ্য চাওয়া হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘একটি বিদ্যালয়ের ৩০ ছাত্রীর বাল্যবিবাহ উদ্বেগজনক।’