হোম > ছাপা সংস্করণ

দুই সহোদরকে পিটিয়ে আহত, বাড়ি ভাঙচুর

উজিরপুর প্রতিনিধি

বরিশালের উজিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে গত মঙ্গলবার সন্ধ্যায় দুই ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া রাতে বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় গতকাল বুধবার উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বরতা গ্রামের জমি নিয়ে ভ্যানচালক আয়নাল কবিরাজের ওপর হামলা করেন স্থানীয় বাসিন্দা মন্টু সন্নামত, মাইনুল সন্নামত, বেল্লাল সন্নামত, সাগর সন্নামত, মারুফ সন্নামত, রাজিব সন্নামত প্রমুখ। গত মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। আয়নাল ভ্যান চালিয়ে জয়শ্রী সাজু পাম্পের সামনে পৌঁছালে মন্টু সন্নামত ও তাঁর সহযোগীরা তাঁর ওপর অতর্কিতে এ হামলা চালান। একপর্যায়ে আয়নাল মূর্ছা যান। এ সময় আয়নালের ভাই বাচ্চু কবিরাজ এগিয়ে গেলে তাঁকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা দুই ভাইকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদিকে রাত সোয়া আটটার দিকে ভ্যানচালক আয়নালের বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়।

এ ঘটনায় আয়নালের স্ত্রী জেসমিন বেগম বাদী হয়ে মন্টু সন্নামত, মাইনুল সন্নামত, বেল্লাল সন্নামত, সাগর সন্নামত, মারুফ সন্নামত ও রাজিব সন্নামতকে আসামি করে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

হামলার বিষয়ে জানতে চাইলে মাইনুল সন্নামত বলেন, ‘ইতিপূর্বে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। ওই রেশ ধরেই আবার উভয় পক্ষের মধ্যে মারামারি হয়েছে।’

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ