হোম > ছাপা সংস্করণ

মরা গাছে সড়কে ঝুঁকি

মিজানুর রহমান, তানোর

রাজশাহীর তানোর-তালন্দ সড়কের দুই পাশে রোপণ করা গাছগুলোর মধ্যে ৮ থেকে ১০টি গাছ মরে গেছে। অত্যন্ত বিপজ্জনকভাবে রয়েছে সেই গাছগুলো। মরে যাওয়া কয়েকটি গাছ আবার হালকা বাতাস ও বৃষ্টিতে হেলেও পড়েছে। ফলে ওই সড়কে চলাচলকারী ছোট-বড় যাত্রীবাহী যানবাহন; বিশেষ করে অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যান ও বাইসাইকেলের যাত্রীরা আতঙ্কে থাকেন।

গতকাল বৃহস্পতিবার সকালে তানোর-তালন্দ সড়কের উপজেলা পরিষদ গেট থেকে তালন্দ বাজার পর্যন্ত সড়ক ঘুরে ও চলাচলকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন এই সড়কে প্রায় হাজারখানেক যাত্রীবাহী ও মালবাহী যান চলাচল করে। রাস্তাটির দুই পাশে থাকা রেইনট্রিসহ বেশ কয়েকটি গাছ শুকিয়ে মরে গেছে। এখন হালকা বাতাসেই সেগুলো ভেঙে পড়ছে। মারা যাওয়া কয়েকটি গাছ বৃষ্টিতে হেলে পড়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে।

তালন্দ এলাকার সারুয়ার জাহান সোহেল বলেন, বেশ কয়েক দিন আগে গুবিরপাড়া কালভার্ট সংলগ্ন রাস্তায় মরা একটি গাছের বড় ডাল ভেঙে পড়ে যায়। সেই সময় অল্পের জন্য প্রাণে রক্ষা পান অটোরিকশার এক চালক। সড়কে নিরাপদে চলাফেরার জন্য তানোর উপজেলাজুড়েই সড়কের পাশে মরে যাওয়া গাছগুলো অতি দ্রুত কর্তৃপক্ষের কেটে ফেলা উচিত।

তানোরে চাপরা এলাকার সিরাজুল ইসলাম বলেন, তিনি সিএনজিচালিত অটোরিকশা চালান। বেশ কিছুদিন আগে তানোর-তালন্দ সড়কের টিবিএম কলেজের একটু সামনের রাস্তায় বৃষ্টির মধ্যে একটি বড় গাছ উপড়ে পড়ে। এই সময় তিনি অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পান।

তানোর রিপোর্টার্স ক্লাবের সভাপতি বকুল মাস্টার বলেন, তানোর থেকে তালন্দ সড়কের দুই পাশের মরা গাছের ডালগুলো প্রায়ই ভেঙে রাস্তার ওপর পড়ে। যেকোনো সময় সেগুলো পথচারীদের ওপর পড়ে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তাই গাছগুলো দ্রুত কেটে ফেলা উচিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ বলেন, জনসাধারণের জানমাল রক্ষার স্বার্থে দ্রুততম সময়ের মধ্যে শুকিয়ে মরে যাওয়া বিপজ্জনক ঝুঁকিতে থাকা গাছগুলো কেটে ফেলার পদক্ষেপ নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ