আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৬ চেয়ারম্যান প্রার্থীসহ ৩৯ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার খালেদ বলেন, গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ছয়জন চেয়ারম্যান প্রার্থী ও ৩৩ ইউপি সদস্য প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যাঁরা নির্বাচন করবেন তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।