জাহ্নবী কাপুরের কথা এলেই শ্রীদেবীর কথা চলে আসে। গ্ল্যামার কুইন শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর রূপচর্চার ক্ষেত্রে মাকে চোখ বুজে অনুসরণ করেন। মায়ের মতো করেই তিনি নিজের যত্ন নেন। ঘরোয়া পদ্ধতিই জাহ্নবীর উজ্জ্বল ত্বকের রহস্য।
তিন দিন অন্তর চুলে শুকনো ফুল ও আমলকীর তেল ম্যাসাজ করেন
চুলে মেথি, ডিম ও বিয়ারের হেয়ার প্যাক ব্যবহার করেন
গালে বেশি হাইলাইটার ব্যবহার করতে পছন্দ করেন
ত্বক ও চুলের যত্নে ভেষজ সামগ্রী ব্যবহার করেন
ত্বকের যত্নে বেসন, চন্দন, হলুদ ও দুধের প্যাক ব্যবহার করেন