হোম > ছাপা সংস্করণ

কুষ্টিয়ায় চারজনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলায় করোনায় চারজনের মৃত্যু হয়েছে। মৃত্যুর এই সংখ্যা গত কয়েক দিনের তুলনায় বেশি। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য জানান।

তাঁর দেওয়া তথ্যমতে, কুষ্টিয়া জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এই চারজনের মৃত্যু হয়।

এর আগের ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছিল। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই চারজনই পাঁচ দিন ধরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি রোগী ভর্তির চাপ কমে যাওয়ায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে বুধবার সকাল ৯টা পর্যন্ত হাসপাতালে ৪৬ জন রোগী চিকিৎসাধীনে ছিলেন। এর মধ্যে করোনা রোগীর সংখ্যা ২৫ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন আরও ২১ জন।

এ দিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলার ১৭৮টি নমুনা পরীক্ষার বিপরীতে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৫ দশমিক ৩১ ভাগ।

এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৬৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৩৪ জন। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬০ জন। নতুন করে শনাক্ত ১০ জনের মধ্যে কুষ্টিয়া সদরে ছয়জন, দৌলতপুর উপজেলায় একজন, ভেড়ামারা উপজেলায় দুজন এবং মিরপুর উপজেলায় একজন। বর্তমানে কুষ্টিয়া জেলায় করোনা রোগীর সংখ্যা ২৭৫ জন। এর মধ্যে হোম আইসোলেশনে ২৪২ এবং হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৩ জন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ