বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার অরুয়াইল সালমা মানিক ইসলামিয়া মাদ্রাসায় এই দোয়া অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের কৃষি বিষয়ক সহসম্পাদক মো. ইয়াকুবের উদ্যোগে এই দোয়া হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাংসদ আব্দুস সাত্তার ভূঁইয়া ভার্চুয়ালী বক্তব্য দেন।
রোগমুক্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন সালমা-মানিক ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা কেফায়েতুল্লাহ। দোয়া মাহফিলে উপস্থিত নেতারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারের কাছে সার্বিক সহযোগিতার আহ্বান জানান। দোয়া মাহফিল শেষে মাদ্রাসার হাফেজ ছাত্রদের মধ্যে খাবার বিতরণ করা হয়।