হোম > ছাপা সংস্করণ

করিমের জমি থেকে মাটি সরাচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় প্রতিবন্ধী যুবক আব্দুল করিম শেখের জমিতে রাতের আঁধারে মাটি ফেলে ভরাট করে স্থানীয় মাদ্রাসা কর্তৃপক্ষ। সেই জমি থেকে এবার মাটি সরিয়ে নিচ্ছে ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসা কর্তৃপক্ষ, ভুক্তভোগী যুবক পাচ্ছেন ক্ষতিপূরণ।

গত শুক্রবার প্রতিবন্ধীর জমিতে রাতের আঁধারে ‘মাদ্রাসার’ মাটি শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। গতকাল শনিবার গাজীপুর জেলা প্রশাসকের নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম।

এ সময় ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ শিব্বির আহমদ মমতাজী ঘটনাটি অনিচ্ছাকৃতভাবে হয়েছে বলে ইউএনওকে জানিয়েছেন। তিনি বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন।

শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মাদ্রাসার পক্ষে মাটি ভরাট প্রকল্পের আহ্বায়ক মো. কামরুজ্জামান মণ্ডল বলেন, ‘ইতিমধ্যে আমরা মাটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মাটি ভরাটের সময় ভুল করে প্রতিবন্ধী যুবকের জায়গায় ফেলা হয়েছে।’

মাটি সরানোর বিষয়ে শিব্বির আহমদ মমতাজী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিবন্ধী যুবকের জায়গা থেকে মাটি সরিয়ে নেওয়া হবে। আজ (শনিবার) থেকে মাটিকাটা শ্রমিক লাগানো হবে। তাঁর যে পরিমাণ ফসল নষ্ট হয়েছে, সে পরিমাণ আর্থিক ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হবে। তাঁর জমিতে পুনরায় ধান রোপণ করে দেওয়া হবে।’

ইউএনও মো. তরিকুল ইসলাম বলেন, সংবাদটি দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের ডেকে এনে বিষয়টির সমাধান করা হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ ভরাটকৃত মাটি সরিয়ে নেবে। কৃষকের যে পরিমাণ ক্ষতি হয়েছে, তাঁর ক্ষতিপূরণ দেবে মাদ্রাসা কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত বুধবার রাতে আব্দুল করিম শেখের জমিতে মাটি ভরাট করে দখলে নেয় ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসা কর্তৃপক্ষ। প্রতিকার পেতে আব্দুল করিম শ্রীপুর থানা ও পৌরসভায় পৃথক দুটি লিখিত অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন ভাংনাহাটি গ্রামের মো. ফারুক (৫০) ও লিয়াকত আলী (৫২)। অভিযুক্ত ফারুক ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্য ও লিয়াকত আলী একই প্রতিষ্ঠানের অফিস সহকারী পদে চাকরি করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ