সোনারগাঁয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দারের উদ্যোগে সনমান্দী হাছান খান উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
সভায় আলী হায়দার বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা–দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক বাচ্চু সরকার, সনমান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন সুজন, বারদী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আসাদুল ইসলাম আসাদ, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ, আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন, সনমান্দী হাছান খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক সোহান মোল্লা প্রমুখ।