মুন্সিগঞ্জের সিরাজদিখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রোপণকৃত বীজ আলুর ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। এই বৃষ্টি যদি দীর্ঘ সময় হয় তবে বীজ আলু পচে যাবে। এতে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।
এ ছাড়া যে সকল কৃষকের জমি এখন পর্যন্ত প্রস্তুত হয়নি ওই সব জমিতে বৃষ্টির কারণে আরও বিলম্ব হবে আলু রোপণে। এর ফলে দুশ্চিন্তায় রয়েছে কৃষকেরা।
গতকাল উপজেলা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে আলুর জমিগুলো ভিজে একাকার হয়ে গেছে। এ ছাড়া নিচু জমিগুলোতে পানি জমে যাওয়ার আশঙ্কা করছেন অনেক কৃষক।
গোবরদী গ্রামের কৃষক মো. ইয়াসিন বলেন, ‘আমি এবার ৮৪০ শতাংশ জমিতে আলু রোপণ করছি। আজ (রবিবার) সকাল থেকে দিনভর যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে এতে আমাদের ক্ষতির আশঙ্কা রয়েছে। যদি দীর্ঘ সময় বৃষ্টি হতে থাকে তবে অনেক জমিতে পানি জমে আলু পচে যাওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, রাতের মধ্যে যদি বৃষ্টিপাত বন্ধ হয়ে যায় তবে আলু বীজের ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। যদি দীর্ঘ সময় বৃষ্টি হতে থাকে তবে বীজের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে কোনো জমিতে যেন বৃষ্টির পানি না জমে সেই দিকে কৃষকের লক্ষ্য রাখতে হবে।