এশিয়া কাপ মানেই যেন একটা পরীক্ষা-নিরীক্ষার আখড়া। সামনে বিশ্বকাপ থাকলেই এশিয়া কাপটা হয়ে যায় সে টুর্নামেন্টের প্রস্তুতি পর্ব। এবারও ব্যতিক্রম পথে হাঁটেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
এ নিয়ে নারী এশিয়া কাপের ৮ম আসরের মধ্যে প্রথম ৪টি আসর হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। তারপর থেকে টি-টোয়েন্টিতেই আশ্রয় নিয়েছে এই আসর।
২০১২ সাল থেকে নারী এশিয়া কাপ চূড়ান্ত আকারে টি-টোয়েন্টিতে রূপান্তর হয়। তবে ফাইনালের দল হিসেবে সব সময়ই ছিল ভারত। এবারও ফেবারিট তারা। ভারতের অধিনায়ক স্মৃতি মান্ধানাও মানছেন এ কথা। তিনি বলেন, ‘টুর্নামেন্টের ইতিহাসে আমাদের রেকর্ড খুব ভালো। আমরা আমাদের ধারাবাহিক ও সেরা খেলাটাই খেলতে চাই।’
ফাইনাল জিততে ভারতের অবশ্য পারফরমারের অভাব নেই। এ কথাও স্মরণ করিয়ে দিলেন অধিনায়ক, ‘আমরা যখন টুর্নামেন্ট খেলতে বাংলাদেশে আসি, তখন বিভিন্নজন ম্যাচ বের করে নিয়েছে। ফাইনালেও সবাই পারফর্ম করার জন্য মুখিয়ে আছে।’
ভারতের ইতিহাস আর শ্রীলঙ্কার হার না মানার শক্তিই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে একটি দারুণ ফাইনালের আভাস দিচ্ছে।