খিচুড়ি খেয়ে একই পরিবারের আটজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ ব্যক্তিদের যশোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি ঘটেছে মাগুরা জেলার শালিখা বাজারে। সেখান থেকে তাঁদের যশোর সদর হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য।
অসুস্থ ব্যক্তিরা হলেন অসুস্থ ব্যক্তিরা হলেন, একলাস হোসেন (৪৫), স্ত্রী আয়শা বেগম (৩০), মেয়ে সাদিয়া (১৪), ছেলে জুবায়ের (৮), একলাসের ভাই হুসাইন (৩২), তাঁর স্ত্রী তানজিলা (২৫), ছেলে মিরাজ (৮) ও দেড় বছরের ছেলে নিরব।
একলাসের বড়ভাই ইকরাম হোসেন মিন্টু জানান, সকালে পরিবারের সবাই খিচুড়ি খান। এর পরই তাঁদের সবার দফায় দফায় বমি হয় এবং মাথা ঘুরিয়ে পড়ে যান তাঁরা।
যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আব্দুর রশিদ বলেন, ‘খাবারে বিষাক্ত পদার্থ ছিল। সেই বিষক্রিয়ায় এই অবস্থা হয়েছে।’