হোম > ছাপা সংস্করণ

ঘর ছেড়ে গোয়ালঘরে কৃষক গরুর পাশেই রাতযাপন

হোসাইন আহাম্মেদ সুলভ, মুক্তাগাছা

মুক্তাগাছার বিভিন্ন গ্রামে হঠাৎ করেই গরু চুরির হিড়িক পড়েছে। কয়েক দিনে অন্তত ১০টি গরু চুরির ঘটনা ঘটেছে কৃষকের গোয়ালঘর থেকে। এ নিয়ে আতঙ্কে রাত কাটাচ্ছেন উপজেলার খামারিসহ সাধারণ কৃষকেরা। ঘর ছেড়ে গোয়ালঘরে গরুর পাশে বিছানা পেতে রাত কাটাচ্ছেন অনেকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন গ্রামে পালাক্রমে রাত জেগে গরু চুরি ঠেকাতে অনেকে পাহারা দিচ্ছে। চুরির জিনিস উদ্ধার কিংবা চোর ধরা পড়ার কোনো খবর না পাওয়ায় থানায় যেতে আগ্রহ হারিয়ে ফেলেছেন ক্ষতিগ্রস্ত মানুষ। তবে পুলিশ বলছে, গরুসহ অন্যান্য চুরির ঘটনায় একটা চক্র কাজ করছে। চক্রটিকে শনাক্ত করতে চেষ্টা করছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলায় বেশ কয়েকটি অটোরিকশা, মোটরসাইকেলসহ গরু চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে নিমুরিয়া গ্রাম থেকে চোরেরা আব্দুল মজিদের একটি, তোতার একটি ও হেলাল উদ্দিনের দুটি গরু চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা জানান, রাতে চোরেরা ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে ট্রাক রাখে। এদিন ওই সড়ক পথে পিরের মুরিদরা মারফতি গান বাজিয়ে পিরের আস্তানায় ওরসে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সুযোগে চোরেরা কৃষকের গোয়াল ঘর থেকে গরু চুরি করে ট্রাকে ওঠায়। এভাবে চোরেরা অভিনব কায়দায় গরু চুরি করে নিয়ে যায়।

এর আগের রাতে গাবতলী চারিপাড়া গ্রামের হুরমুজ আলীর খামার থেকে পাঁচটি বিদেশি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। এ ছাড়া এক মাসে উপজেলার বিভিন্ন স্থান থেকে অন্তত চারটি মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, ছাগল, খাসি, পানির পাম্প, বাসা-বাড়ির দরজা-জানালাসহ একাধিক চুরির ঘটনার অভিযোগ পাওয়া গেছে।

খামার মালিক হুরমুজ আলী জানান, তাঁর ডেইরি ফার্ম থেকে একরাতে পাঁচটি বিদেশি গরু চুরি হয়েছে। তিনি এখন নিঃস্ব হয়ে গেছেন। তাঁর মতো এলাকায় আরও কয়েকজনের গরু চুরি হয়েছে বলে তিনি জানান। থানায় মামলা করলে তেমন কোনো লাভ হবে না ভেবে তিনি মামলা করতে যাননি।

নিমুরিয়া, ঘোগা, ভট্টবাড়ি, আড়াইবাড়িয়া, জয়দা, কালিবাড়ী এলাকার একাধিক কৃষক জানিয়েছেন, চোর আতঙ্কে তাঁরা এখন নিজের ঘর ছেড়ে গোয়াল ঘরে গরুর পাশে বিছানা পেতে রাত কাটাচ্ছেন। এখন দ্রুত প্রশাসনের যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন তাঁরা।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘হঠাৎ চুরির মতো ঘটনা ঘটায় পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। রাতে সড়কে টহল জোরদার করা হয়েছে। গরু চুরির খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। চুরি ঠেকাতে বিভিন্ন কৌশল নিয়ে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ