কোম্পানীগঞ্জের শিলেরভাঙা গ্রামে হাসিনা বেগম নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর নিহতের স্বামী মোশাহিদ আলীকে আটক করেছে পুলিশ।
হাসিনা বেগমের ফুপাতো ভাই শিব্বির আহমদ অভিযোগ করেন, আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিতব্য ইসলামপুর পশ্চিম ইউপি নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে দুই সদস্য প্রার্থীকে সমর্থন দেওয়া নিয়ে মোশাহিদের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হয় স্ত্রী হাসিনা বেগমের (৩৫)। এ নিয়ে ১৫ দিন আগে স্ত্রীকে নির্যাতন করেন মোশাহিদ।
তিনি আরও জানান, সালিসে বিষয়টি মীমাংসা হয়। নিহত হাসিনা বেগমের চাচা বর্তমান সদস্য একপর্যায়ে নির্বাচন থেকে সরে যান। কিন্তু, পূর্ব বিরোধকে কেন্দ্র করে গত শনিবার সকালে স্ত্রীকে নির্যাতনের একপর্যায়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা করেন স্বামী। কিন্তু, স্ত্রী আত্মহত্যা করেছেন বলে জানান মোশাহিদ।
খবর পেয়ে হাসিনা বেগমের স্বজনরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান শিব্বির আহমদ। এ বিষয়ে উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. কামরুজ্জামান জানান, গলায় কেটে গেছে, দড়ির চিহ্ন আছে। তাই, প্রাথমিকভাবে মনে হয়েছে তিনি আত্মহত্যা করেছেন। তবে, এটি হত্যা কি না তা ময়নাতদন্ত প্রতিবেদনে জানা যাবে। ময়নাতদন্তের জন্য ওই নারীর লাশ ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে, মোশাহিদ আলীকে শনিবার বেলা সাড়ে তিনটার দিকে সিলেট নগরের দর্শনদেউড়ি থেকে আটক করেন নিহতের স্বজনরা। এ সময় তাঁকে আম্বরখানা পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। এ বিষয়ে ফাঁড়ির ইনচার্জ মফিজুর রহমান জানান, শনিবার বিকেলে মোশাহিদকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় নিহতের বাবা নুরুল হক বাদী হয়ে শনিবার রাতে হত্যা মামলা করেন বলে জানান কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই এমরান।