হোম > ছাপা সংস্করণ

মৃত তরুণকে আসামি করে হত্যা মামলা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে তরুণ-তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা করেছে তাঁদের পরিবার। তরুণী অন্বেষা বড়ুয়ার (১৯) বাবা রনজিত চৌধুরী বাবলু বাদী হয়ে রাউজান থানায় হত্যা মামলা করেন। এতে আসামি করা হয় খুন হওয়া তরুণী অন্বেষা বড়ুয়ার ঘনিষ্ঠ বন্ধু মৃত জয় বড়ুয়াকে (২৬)। এদিকে একই দিনে ছেলে ফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন মর্মে রাউজান থানায় অপমৃত্যু মামলা করেন জয় বড়ুয়ার বাবা নিলেন্দু বড়ুয়া।

পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সূত্রে জানা গেছে, দুই বছর আগে প্রেমের সম্পর্কে জড়ান উপজেলার পাহাড়তলি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রনজিত চৌধুরীর মেয়ে অন্বেষা চৌধুরী এবং ৮ নম্বর ওয়ার্ডের নিলেন্দু বড়ুয়া বাবলুর ছেলে জয় বড়ুয়া। এর মধ্যে ১০ মার্চ রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া এলাকার ফ্রান্সপ্রবাসীর সঙ্গে প্রেমিকা অন্বেষার বিয়ে ঠিক হয়। দীর্ঘদিনের প্রেমিকা হবে অন্য কারও—বিষয়টি মানতে পারেননি জয়। পরে গত রোববার রাতে দুজনের লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, পরিত্যক্ত একটি ঘরের দরজা ভেঙে একটি কক্ষে মেয়েটির গলায় ছুরিকাঘাত করা লাশ আর একই কক্ষের ফ্যানের সঙ্গে ছেলেটার ঝুলন্ত লাশ দেখতে পান তাঁরা। অন্বেষা চৌধুরী উপজেলার নোয়াপাড়া ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিন বোনের মধ্যে অন্বেষা সবার বড়। কলেজে নিয়মিত না গেলেও নিয়মিত টিউশনি করতেন। আর নিহত জয় এক ভাই এক বোনের মধ্য বড়। এসএসসির পর থেকে বাবা নিলেন্দুর বড়ুয়ার চায়ের দোকানে সহযোগিতা করতেন।

এ প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা রাউজান থানার উপপরিদর্শক নাহিদ হাসান বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, জানার চেষ্টা করছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানতে পারব।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, ‘এ ঘটনায় খুন হওয়া প্রেমিকা অন্বেষার পিতা রনজিত বড়ুয়া হত্যা মামলা এবং নিহত জয়ের বাবা নিলেন্দু অপমৃত্যু মামলা করেছেন। তদন্ত কর্মকর্তা মামলাটি তদন্ত করছেন। দুজনের ময়নাতদন্ত শেষে সৎকার করা হয়েছে। বিস্তারিত জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ