কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মুমুরদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মো. ছেনু মিয়া প্রার্থিতা প্রত্যাহার করেছেন। গতকাল রোববার বিকেলে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে যান।
এ সময় ছেনু মিয়া লিখিত বক্তব্য পাঠ করে জানান, ‘আমি আসন্ন ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। আমার অভিভাবক সাংসদ নূর মোহাম্মদের নির্দেশক্রমে এবং জননেত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা রেখে প্রার্থিতা প্রত্যাহার করলাম।’