সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের টেকনাফ থানার নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আবু বক্কর সিদ্দিক ওরফে কালু ও মুছনি বাজার নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের মো. সাইফুল ইসলাম আয়াছ।
সীতাকুণ্ড থানার এসআই টিবলু মজুমদার বলেন, তাঁদের কাছ থেকে ৪০০টি ইয়াবা জব্দ করা হয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।