ময়মনসিংহে সাবেক স্ত্রীকে ফিরিয়ে নিতে ব্যর্থ হয়ে ছুরিকাঘাতে জখম করেছেন এক তরুণ। গতকাল শনিবার পাটগুদাম ব্রিজ মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত শাকিলকে আটক করেছে।
জানা গেছে, কৃষি বিশ্ববিদ্যালয় শেষ মোড় এলাকার শাকিল আহম্মেদ (২৮) তিন বছর আগে প্রেম করে বিয়ে করেন চরনিলক্ষীয়ার আফরিন জোহানা সরকারকে (২২)। বিয়ের কিছুদিন পর আফরিন বুঝতে পারেন শাকিল মাদকাসক্ত। এ নিয়ে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। সইতে না পেরে চলতি বছরের ২১ এপ্রিল শাকিলকে তালাক দেন আফরিন।
কিন্তু শাকিল বিষয়টি মেনে নিতে পারেননি। তিনি স্ত্রীকে ফিরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু আফরিন শাকিলের কাছে ফিরতে রাজি হননি।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে আফরিনের পথরোধ করেন শাকিল। এ সময় তিনি আফরিনকে বাড়ি নিয়ে যেতে চান। আফরিন রাজি না হওয়ায় শাকিল তাঁকে ছুরিকাঘাত করেন। আশপাশের মানুষ আফরিনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং শাকিলকে আটক করে পুলিশে দেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, শাকিল এবং আফরিনের তিন বছর আগে ছাড়াছাড়ি হয়। তারপরে শাকিল বিভিন্ন সময় আফরিনকে বিরক্ত করতেন। কিন্তু আফরিন কোনোভাবেই শাকিলকে সহ্য করতে পারেননি। আজও আফরিনকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য শাকিল টানা হেঁচড়া, একপর্যায়ে ছুরিকাঘাত করেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে আফরিন থানায় এসেছেন। শাকিল পুলিশ হেফাজতে রয়েছেন।