প্রতিনিধি, দুর্গাপুর
রাজশাহীর দুর্গাপুরে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জালেক হোসেন (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নওপাড়া ইউনিয়নের শ্যামপুর পূর্বপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে জালেক হোসেন তাঁর বাড়ির পাশে আংরার বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা ও সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ।