ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৩ জন। এ নিয়ে চলতি মাসের পাঁচ দিনে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৭২৫ জনে। গত বছর পুরো নভেম্বর মাসে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন ৫৪৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯ জন। বাকি ১৪ জন ভর্তি হয়েছেন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে। গতকাল সকাল পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু নিয়ে ৭০৫ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন ৫৪৫ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২৪ হাজার ৩৮০ জন। তাঁদের মধ্যে শুরুর ছয় মাসে হাসপাতালে ভর্তি হন ৭৬২ জন। এ বছরের জুলাইয়ে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে। ওই মাসে রোগী শনাক্ত হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন। এই মাসে মারা যান ১২ জন। আগস্টে ডেঙ্গু রোগী ছিলেন ৭ হাজার ৬৯৮ জন। এই মাসে মারা যান ৩৪ জন। সেপ্টেম্বরে রোগীর সংখ্যা ছিল ৭ হাজার ৮৪১ জন। এই মাসে মৃত্যু হয় ২৩ জনের। অক্টোবরে হাসপাতালে ভর্তি হওয়া ৫ হাজার ৪৫৪ ডেঙ্গু রোগীর মধ্যে মারা যান ২৩ জন। চলতি মাসে পাঁচ দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২৫ জন। তাঁদের মধ্যে মারা গেছেন ৩ জন। অর্থাৎ এ পর্যন্ত চলতি বছর ৯৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া মোট আক্রান্ত রোগীর মধ্যে ২০ হাজার ৮১৬ জনই ঢাকার।
২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করে। সেই বছর এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হন। মারা যান ১৪৮ জন।