হোম > ছাপা সংস্করণ

দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের হোস্টেল বেহাল

পিরোজপুর প্রতিনিধি

সমন্বিত শিক্ষা কার্যক্রমের আওতায় প্রায় দুই কোটি টাকা ব্যয়ে পিরোজপুরে নির্মাণ করা হয়েছিল দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের হোস্টেল। বর্তমানে এই হোস্টেলটির বেহাল দশা। সেখানে এখন নেই কোণ দৃষ্টি প্রতিবন্ধী শিশু বা শিক্ষার্থী। নেই তাদের দেখাশোনার জনবলও। হোস্টেল ভবন ও এর আসবাবপত্রও নষ্ট হয়ে যাচ্ছে।

জানা যায়, পিরোজপুর শহরের আদর্শপাড়ায় জেলা সমাজসেবা কার্যালয় ২০১৭ সালে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের হোস্টেলটি চালু করে। হোস্টেলের জন্য জমি কিনতে খচর হয়েছে ৪৩ লাখ ৩৯ হাজার টাকা। সেখানে দোতলা ভবন নির্মাণে খরচ প্রায় দেড় কোটি টাকা। এর পাশাপাশি আসবাবপত্রের খরচ তো রয়েছেই।

এ ভবনটিতে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য রয়েছে ১০টি সিট। দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা এখানে থেকে লেখাপড়া করার কথা অন্য কোণ স্কুলে। কিন্তু প্রতিষ্ঠার পর থেকে সব মিলিয়ে ৩ জন দৃষ্টি প্রতিবন্ধী শিশু এখানে ছিল। কিন্তু গত ২ বছর নেই কোণ শিক্ষার্থী।

কার্যালয়ে গিয়ে দেখা যায়নি অন্য কোনো কর্মকর্তা বা কর্মচারী। স্থানীয় এক নারীকে অস্থায়ীভাবে মাসিক বেতনে রাঁধুনি হিসেবে সেখানে রাখা হয়েছে। তিনি বসবাস করেন পরিবার নিয়ে। ভবনের প্রধান ফটক থাকে তালাবন্ধ। ভবনের ভেতরে বিভিন্ন স্থান ভেঙে গেছে। বিভিন্ন আসবাবপত্র এখন ব্যবহার অনুপযোগী। কবে শেষ খোলা হয়েছিল এর প্রধান ফটক তা বলতে পারেনি কেউ।

এ প্রতিষ্ঠানে ১ জন রিসোর্স শিক্ষক, ১ জন অফিস সহকারীসহ মোট ৫ জন কর্মকর্তা কর্মচারী থাকার কথা। কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র একজন অফিস সহাকারী নিয়োগ দেওয়া হয়েছে। তাকেও কর্মস্থলে পাওয়া যায়নি।

প্রতিষ্ঠানটিতে রিসোর্স শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম। তিনি সম্প্রতি বদলি হয়েছেন অন্য জেলায়। শহিদুল ইসলাম জানান, লোকবলের অভাবে প্রতিষ্ঠানটি ভালোভাবে চলছে না।

পিরোজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহিম খলিল জানান, দৃষ্টি প্রতিবন্ধী সন্তানদের বাইরে রাখতে চায় না পরিবার। এ কারণে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের হোস্টেল থাকার মতো শিক্ষার্থী পাওয়া যায় না। তারা অনেক চেষ্টা করেও শিক্ষার্থী আনতে পারেননি।

পিরোজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল কবির বলেন, ‘দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য নির্মাণ করা এ প্রতিষ্ঠানটি লোকবলের অভাবে চালানো যাচ্ছে না। ৫টি পদের স্থানে মাত্র একজন নিয়োগ দেওয়া হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ