কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচ বোতল ফেনসিডিলসহ শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে এই গ্রেপ্তারের ঘটনা ঘটে।
শহিদুলের বাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দবকসি গ্রামে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার বালারহাট বাজার থেকে ওই শহিদুলকে পাঁচ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গতকাল শনিবার সকালে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, তাঁর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।