হোম > ছাপা সংস্করণ

দায়িত্ব হস্তান্তর করতে আসেননি সাবেকেরা

মনিরামপুর প্রতিনিধি

যশোরের মনিরামপুরে নবনির্বাচিত ১৬ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরিষদের দায়িত্ব নিয়েছেন গত সোমবার। নিয়ম অনুযায়ী বিদায়ী চেয়ারম্যান পরিষদে হাজির হয়ে নতুন চেয়ারম্যানকে দায়িত্ব বুঝে দেন।

কিন্তু মনিরামপুরে অধিকাংশ পরিষদে তেমনটি দেখা যায়নি। সদ্য সাবেক চেয়ারম্যান পরিষদে হাজির না হওয়ায় ইউপি সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপস্থিত থেকে নতুন চেয়ারম্যানকে বরণ করে দায়িত্ব বুঝে দিয়েছেন।

তবে উপজেলার খেদাপাড়া ইউনিয়ন পরিষদে ঘটেছে এর ব্যতিক্রম। এ পরিষদের সদ্য সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হক সশরীরে হাজির হয়েছেন দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে। দায়িত্ব হস্তান্তরের সময় নবাগত চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহকে বুকে টেনে নেন তিনি। ফুল দিয়ে বরণ করে নতুন চেয়ারম্যানকে মিষ্টিমুখও করিয়েছেন আব্দুল হক।

শুধু চেয়ারম্যান নন, দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে হাজির হয়েছেন এ পরিষদের পরাজিত ইউপি সদস্যরাও। নতুনদের বরণ ও সাবেকদের ফুল দিয়ে বিদায়ে একে অপরকে মিষ্টিমুখ করিয়েছেন।

সোমবার বিকেলে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের ব্যতিক্রম এ সব ছবি মোবাইলে ধারণ করেন উপস্থিত অনেকে। মুহূর্তে তাঁরা ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। পরে ভাইরাল হওয়া ছবিগুলোতে বেশ প্রশংসা কুড়িয়েছে।

খেদাপাড়া ইউপি সচিব মৃণালকান্তি বলেন, ‘এত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান শেষ করতে পারব ভাবিনি।’

এ দিকে উপজেলার রোহিতা, হরিদাসকাটি, শ্যামকুড়, নেহালপুর ইউনিয়নে খোঁজ নিয়ে জানা গেছে, সোমবারের নতুন চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এসব পরিষদের সাবেক চেয়ারম্যানেরা উপস্থিত হননি।

জানতে চাইলে শ্যামকুড় ইউনিয়নের ট্যাগ অফিসার মকবুল হোসেন বলেন, ‘আমি অনুষ্ঠানের আগের দিন সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামানের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে তাঁকে অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু তিনি অনুষ্ঠানে আসেননি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ