আর্মেনিয়ার এক গুহা থেকে ২০১০ সালে এক জোড়া চামড়ার জুতা উদ্ধার করা হয়। এই চামড়ার জুতার বয়স সাড়ে ৫ হাজার বছর। দেখে বোঝা যায়, পা ঢেকে রাখাই ছিল এই জুতা বানানোর মূল উদ্দেশ্য। বিবর্তনের ধারায় জুতার রূপ বেড়েছে বহুগুণ। প্রয়োজন মিটিয়ে জুতা এখন বিলাসপণ্যের তালিকায়ও জায়গা করে নিয়েছে।
স্টুয়ার্ট উইজম্যান রিটা হেইয়ার্থ হিলস
ফুলেল নকশার এই হিল জোড়ায় আছে হীরা, রুবি ও নীলকান্তমণি। মার্কিন অভিনেত্রী রিটা হেইয়ার্থের জন্য জুতা জোড়া তৈরি করেছিলেন স্টুয়ার্ট উইজম্যান। হিলের মধ্যে একটি সাটিন কাপড়ের ফুল আছে। ফুলের মধ্যে বসানো আছে ৩ মিলিয়ন ডলারের হীরা।
হ্যারি উইনস্টোন রুবি স্লিপার্স
১৯৩৯ সালের ‘উইজার্ড অব ওজ’ ছবিতে লাল এক জোড়া জুতা দেখা গিয়েছিল। এর নকশাকার ছিলেন হ্যারি উইনস্টোন। ছবিটির ৫০ বছর পূর্তি উপলক্ষে সেই জুতা জোড়ার রেপ্লিকা তৈরি করা হয় ১৯৮৯ সালে। লাল রুবি পাথর খচিত এই জুতার দাম ৩ মিলিয়ন ডলার।
জর্জ বুশকে ছুড়ে মারা জুতা
কী, চমকে উঠছেন? বিলাসবহুল জুতার তালিকায় অপ্রত্যাশিতভাবে ঢুকে গেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের দিকে ছুড়ে মারা এক জোড়া জুতা। ২০০৮ সালে ইরাকি এক সাংবাদিক ঢিল মারার পর নিলামে এর দাম ওঠে ১০ মিলিয়ন ডলার। শুধু তা-ই নয়, জুতা নির্মাতা কোম্পানির কাছে একই ধরনের ৩ লাখ জুতা তৈরির ফরমাশ আসে।
ডেবি উইংহাম হাই হিলস
২৪ ক্যারেটের সোনার তৈরি হাই হিল ডেবি উইংহাম। এতে আরও আছে ৩ ক্যারেটের গোলাপি, ১ ক্যারেটের নীল ও সাদা হীরা। ১৫ মিলিয়ন ডলারের হিল জোড়া একজনের ৩০তম জন্মদিনের উপহার ছিল। হিল জোড়া তৈরিতে সময় লাগে ১০০ ঘণ্টা।
দা প্যাশন ডায়মন্ড সুজ
এই জুতা বানাতে সময় লেগেছে নয় মাস। কয়েক শ ছোট হীরার সঙ্গে এতে রয়েছে ১৫ ক্যারেটের বড় বড় দুটি হীরার খণ্ড। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই শহরের বুর্জ আল আরবে ২০১৮ সালে এই হিল জুতার প্রদর্শনী হয়। দাম ওঠে ১৭ মিলিয়ন ডলার।