হোম > ছাপা সংস্করণ

জোড়াতালিতে চলছে বহির্বিভাগ

মো. শামসুল হক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

পটুয়াখালীর মির্জাগঞ্জে কাঁঠালতলী ২০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবল-সংকটের কারণে ব্যাহত হচ্ছে সেবা। উদ্বোধনের পর আর চালু করা সম্ভব হয়নি অন্তবিভাগ। জোড়াতালি দিয়ে চালু রয়েছে হাসপাতালের বহির্বিভাগ।

তিনটি উপজেলার বিভিন্ন ইউনিয়নের তিন লক্ষাধিক মানুষ উপযুক্ত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালে রোগীদের ভরসা একজন চিকিৎসা কর্মকর্তা ও একজন উপসহকারী চিকিৎসা কর্মকর্তা। এসব সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও ১৬ বছরেও মেলেনি সমাধান।

জানা যায়, হাসপাতালটি উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে মাধবখালী ইউনিয়নে অবস্থিত। এর দক্ষিণে রয়েছে মির্জাগঞ্জ ও আমড়াগাছিয়া ইউনিয়নের কিছু অংশ। উত্তরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়ন। পশ্চিমে বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়ন। এই পাঁচটি ইউনিয়নসহ কাঁঠালতলী উপশহরের বাসিন্দাদের চিকিৎসাসেবা নিশ্চিত হাসপাতালটি ২০০৬ সালে উদ্বোধন করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, কাগজে-কলমে জুনিয়র কনসালটেন্ট ৪ জন, ২ জন স্বাস্থ্য কর্মকর্তা, ৫ জন সিনিয়র স্টাফ নার্স, ২ জন ওয়ার্ড বয়, একজন করে মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, নিরাপত্তা প্রহরীসহ ২৩ টি পদ থাকার কথা। তবে বর্তমানে কর্মরত আছেন একজন চিকিৎসা কর্মকর্তা, একজন উপসহকারী চিকিৎসা কর্মকর্তা ও একজন ওয়ার্ড বয়।

স্থানীয় বাসিন্দা সাবেক ইউপি সদস্য সেলিম হাওলাদার বলেন, হাসপাতালটি নামে আছে কাজে নেই। দিনের বেলায় দুজন চিকিৎসক এসে বহির্বিভাগে রোগী দেখে চলে যান।

কাঁঠালতলী ২০ শয্যার হাসপাতালের চিকিৎসক মো. রিয়াজুল ইসলাম বলেন, হাসপাতালের সরঞ্জাম এবং জনবল-সংকট রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নামে মাত্র কিছু ওষুধ দেওয়া হয় যা দিয়ে বহির্বিভাগ চালু রয়েছে। পর্যাপ্ত ওষুধ সরবরাহ থাকলে অসংখ্য রোগীর আগমন ঘটত এবং সঠিক সেবাও পেত।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তেন মং বলেন, কাঁঠালতলী ২০ শয্যা হাসপাতালের আর্থিক বরাদ্দ কোড তৈরি হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বরাদ্দ থেকে কিছু ওষুধ দিয়ে হাসপাতালটি চালু রাখা হয়েছে। ওখানে দুজন চিকিৎসক সংযুক্তি দেওয়া আছে। চিকিৎসক ও জনবল-সংকটের কথা চিঠির মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ