হোম > ছাপা সংস্করণ

মার্গারিটা মামুনের অপেক্ষায় দুর্গাপুরবাসী

দুর্গাপুর প্রতিনিধি

রাশিয়ার হয়ে ২০১৬ সালের অলিম্পিকে স্বর্ণপদক জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত মার্গারিটা মামুনের পৈতৃক বাড়ি দুর্গাপুর উপজেলার ক্ষিদ্রকাশিপুর গ্রামে। বঙ্গবন্ধু পঞ্চম সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপের শুভেচ্ছা দূত হয়ে তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

এদিকে, তাঁর পৈতৃক বাড়ি দুর্গাপুরে আসবেন এমন খবরে এলাকায় বইছে আনন্দের জোয়ার। তিনি সবশেষ ২০০৫ সালে বাবার সঙ্গে পৈতৃক বাড়িতে এসেছিলেন। তবে ২০১৬ সালে বাবা আব্দুল্লাহ আল মামুন মারা যাওয়ার পর তিনি আর দুর্গাপুরে আসেননি।

মার্গারিটা মামুনের ফুপাতো ভাই প্রভাষক শামসুজ্জোহা বলেন, মার্গারিটা মামুন এখন ঢাকায় অবস্থান করছেন। ঝটিকা সফরে দুর্গাপুর উপজেলায় ক্ষিদ্র কাশিপুর গ্রামে তাঁর পৈতৃক বাড়িতে কিছু সময়ের জন্য আসবেন। তবে কবে আসবেন এ বিষয়ে তিনি কিছু বলেননি। রিটার আসার খবরে পারিবারিকভাবে সকল প্রস্তুতিও করে রেখেছেন বলে তিনি জানান।

জানা গেছে, মার্গারিটার বাবা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন দুর্গাপুরের ক্ষিদ্র কাশিপুর গ্রামের ছেলে। ১৯৮৩ সালে তিনি শিক্ষাবৃত্তি নিয়ে রাশিয়া যান। পরে সেখানে স্থায়ী হন। ১৯৯৫ সালে ১ নভেম্বর রাশিয়ার মস্কোতে জন্মগ্রহণ করেন মার্গারিটা।

গতকাল সরেজমিনে গেলে স্থানীয় প্রতিবেশী জোহুরা বিবি বলেন, রিটাকে ছোট বেলায় দেখেছি। একাধিকবার এখানে এসেছেন। এখানে যে পুকুরটা রয়েছে সেখানে তিনি বড়শি দিয়ে মাছ ধরতেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ