শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আবারও মঞ্চে আসছে উদীচীর জনপ্রিয় যাত্রাপালা ‘বিয়াল্লিশের বিপ্লব’। ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে হবে যাত্রাপালাটির প্রদর্শনী।
ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাসকে কেন্দ্র করে প্রসাদকৃষ্ণ ভট্টাচার্য্য রচিত পালাটির নির্দেশনা দিয়েছেন প্রয়াত ভিক্টর দানিয়েল। সহযোগী নির্দেশক হিসেবে রয়েছেন মোফাখখারুল ইসলাম জাপান।