হোম > ছাপা সংস্করণ

আমতলীতে মুদির দোকানেও গ্যাস সিলিন্ডার বিক্রি, ঝুঁকি

আমতলী (বরগুনা) প্রতিনিধি

অগ্নিনির্বাপণ ও বিস্ফোরক লাইসেন্স ছাড়া আমতলীর লাইব্রেরি, চায়ের দোকান, কাপড়ের দোকান, মুদি, ক্রোকারিজ ও ইলেকট্রনিকস দোকানসহ যত্রতত্র বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। এতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে মানুষ। দ্রুত এসব জায়গায় অবৈধভাবে গ্যাসের সিলিন্ডার বিক্রি বন্ধের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকেরা।

জানা গেছে, আমতলী উপজেলায় পাঁচজন গ্যাস সিলিন্ডার বিক্রির ডিলার রয়েছেন। এ ছাড়া উপজেলা শহরের লাইব্রেরি, চায়ের দোকান, কাপড়ের দোকান, মুদি, ক্রোকারিজ ও ইলেকট্রনিকস দোকানসহ বিভিন্ন গ্রামের দুই শতাধিক স্থানে গ্যাসের সিলিন্ডার বিক্রি হচ্ছে। ওই সকল দোকানে গ্যাস বিক্রির সরকারি অনুমোদন নেই। নেই অগ্নিনির্বাপক ও বিস্ফোরক লাইসেন্স। এতে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনের ঝুঁকিতে রয়েছে আমতলী উপজেলা।

ডিলার মো. মহিউদ্দিন বলেন, অগ্নিনির্বাপক লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে। সাময়িকভাবে এতে মানুষের হয়তো উপকার হচ্ছে, কিন্তু বড় ঝুঁকি তৈরি হচ্ছে।

আমতলী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোস্তফা বলেন, গ্যাসের ডিলারদের অগ্নিনির্বাপক লাইসেন্স দেওয়া আছে। কিন্তু লাইব্রেরি, চায়ের দোকান, কাপড়ের দোকান, মুদি ও ক্রোকারিজের দোকানে গ্যাস বিক্রির জন্য অগ্নিনির্বাপক লাইসেন্স দেওয়া হয়নি।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, অবৈধভাবে যাঁরা গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ