হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ ঘোষিত জাতীয় পার্টির (নতুন জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিদিশা এরশাদ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বারিধারা প্রেসিডেন্ট পার্কে এক সংবাদ সম্মেলনে বিদিশাকে এ দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। নতুন দায়িত্ব পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিদিশা জানান, স্বাধীনতার পক্ষের ছোট-বড় সব দলগুলোকে এক জায়গায় তিনি একটি শক্তিশালী জোট গঠন করতে চান।
গতকালের বৈঠকে জাপার সাবেক সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী বিদিশাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন। নিজেকে তিনি জাপা পুনর্গঠন প্রক্রিয়ায় মুখপাত্র দাবি করে বলেন, ‘জাপা পুনর্গঠন প্রক্রিয়ার চেয়ারম্যান রওশন এরশাদ মারাত্মক অসুস্থ থাকায় আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।’