বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১০৫ কেজি সোনার বার জব্দ মামলার আসামি বাংলাদেশ বিমানের জুনিয়র টেকনিশিয়ান সিরাজুল ইসলামকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান ৬ সপ্তাহের জন্য জামিন স্থগিত করেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ জানান, ২০১৪ সালে দুবাই থেকে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ০৫২ থেকে ১০৫ কেজি ওজনের ৯০৪টি সোনার বার জব্দ করা হয়। এ ঘটনায় করা মামলায় সিরাজুল গত ১৩ সেপ্টেম্বর আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়। ১২ ডিসেম্বর তাঁকে জামিন দেন হাইকোর্ট।