গাইবান্ধার পলাশবাড়ী থানায় সেবা নিতে আসা মানুষের সুবিধার্থে নবনির্মিত গোলঘরের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে গোলঘরের উদ্বোধন করেন গাইবান্ধা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) উদয় কুমার, পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা, পরিদর্শক (তদন্ত) রূপ কুমার প্রমুখ।
পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, ‘পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ করছি। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।’