হোম > ছাপা সংস্করণ

বালু তোলা বন্ধের দাবিতে মানববন্ধন

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় মেঘনা নদী থেকে ড্রেজার দিয়ে বালু তোলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন চানপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামবাসী। গতকাল বুধবার মেঘনা নদীর পাড়ে এই মানববন্ধন হয়। এতে মাঝেরচরের কৃষক, মজুর, জেলে, যুবক ও বৃদ্ধ লোকেরা অংশগ্রহণ নেন। মানববন্ধনে বক্তব্য দেন মাওলানা মোস্তফা কামাল, ডা. আবদুল জলিল, মুফতি আল আমিন, তাফাজ্জুল হক, মো. আখতার ও হালিম মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ১০ বছর ধরে ২০ থেকে ৩০টি ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করার কারণে মাঝেরচরের সুলতানপুর, ছোটবন্দ, বাখরনগর গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে গেছে। মাঝেরচরের বালুচরেও দু শো বিঘা ফসলি জমি বিলীন হয়ে গেছে। হুমকিতে পড়েছে আশপাশের আরও পাঁচ শ বিঘা জমি ও মানুষের ঘরবাড়ি। এভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন অব্যাহত থাকলে অচিরেই মাঝেরচরও নদীতে বিলীন হয়ে যাবে। বাস্তুহারা হবে অন্তত ৩০ হাজার মানুষ।

তাই মাঝেরচরের পরিবেশ, ফসলি জমি ও ঘরবাড়ি রক্ষার্থে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি জানানো হয় মানববন্ধনে।

এর আগে ১১ অক্টোবর বালু তোলা বন্ধের দাবিতে নরসিংদী প্রেস ক্লাবের সামনেও মানববন্ধন করেছে এলাকাবাসী এবং মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ