‘এ দেশের জনগণের জীবনের নিরাপত্তা নাই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। মহান বিজয় দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা মহানগরীর পারহাউজ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন দলটির নেতারা।
এ সময় বক্তারা আরও বলেন, ১৯৭১ সালের হাজারো মা-বোনের ইজ্জত ও রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরে এসেও আমরা দেখছি মা-বোনদের নিরাপত্তা নাই। ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের বাড়ি গিয়ে ভাঙচুর চালানো হচ্ছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। স্বাধীন বাংলাদেশে এ ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নগর সহসভাপতি মুফতি মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা দ্বীন ইসলামসহ আরও অনেকে।।