হোম > ছাপা সংস্করণ

জলবায়ুর ক্ষতিপূরণ নয়, অনুদানের দাবি

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

জাতিসংঘের জলবায়ু সম্মেলনকে সামনে রেখে জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরণ হিসেবে ঋণের পরিবর্তে অনুদান চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) শেরপুরের নালিতাবাড়ী শাখার উদ্যোগে গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘আর নয় কয়লা ভিত্তিক জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে চাই কার্যকর নীতি ও বিনিয়োগ।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধন হতে জলবায়ু অভিযোজনে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়।

সচেতন নাগরিক কমিটির (সনাক) নালিতাবাড়ী শাখার সভাপতি সাদরুল আহসান মাসুম মানববন্ধনে সভাপতিত্ব করেন। মানববন্ধনে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সনাকের সহসভাপতি জোবায়দা খাতুন, সদস্য আবুল হোসেন খান ও মশিউর রহমান প্রমুখ।

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি, সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্য গণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরণ হিসেবে আমরা কোনো ঋণ চাই না। আমাদের পরিবেশের ক্ষতির পাশাপাশি তাহলে ঋণের বোঝাও বইতে হবে। জলবায়ু অভিযোজনের ক্ষতিপূরণ হিসেবে আমরা চাই অনুদান। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর নীতি ও বিনিয়োগের দাবি জানান বক্তারা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ