হোম > ছাপা সংস্করণ

চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ১

বরগুনা প্রতিনিধি

সরকারি চাকরি ও ঘর দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ইমরান হোসেন জসিম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বরগুনা থানা-পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে বরগুনার লঞ্চঘাট এলাকা থেকে ভুক্তভোগীরা ওই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

প্রতারণার শিকার কয়েকজন ব্যক্তি অভিযোগ করে বলেন, ইমরান হোসেন জসিম নিজেকে তাঁদের কাছে সরকারি কর্মকর্তা বলে পরিচয় দেন এবং সমাজসেবা অফিসের মাঠকর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখান। তিনি তাঁদের কাছ থেকে বিভিন্ন সময় মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। তাঁরা এই প্রতারকের কঠোর শাস্তি দাবি করেন যাতে ভবিষ্যতে কেউ আর তাঁদের মতো প্রতারণার শিকার না হন।

খেজুরতলা এলাকার ভুক্তভোগী রিয়াজ ও বারেক মিয়া বলেন, ‘প্রথমে তিনি নিজেকে একটি বিদেশি এনজিওর উন্নয়নকর্মী বলে আমাদের কাছে পরিচয় দেন। তাঁর সঙ্গে অনেক সরকারি উচ্চপদস্থের যোগাযোগ আছে বলে জানান। পরবর্তীতে জানতে পারি তিনি একজন প্রতারক। বহু মানুষের সঙ্গে প্রতারণা করেছেন তিনি।’

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ‘প্রতারণার অভিযোগে ইমরান হোসেন জসিম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এর আগেও একাধিক প্রতারণার অভিযোগ ও মামলা রয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ