লালমনিরহাটে আত্মগোপনে থাকার তিন বছর পর অটোচালক শাহজাহান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে লালমনিরহাট শহরের মিশনমোড় এলাকা থেকে তাঁকে
গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহজাহান আলীর (৪০) বাড়ি কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ঈশ্বরকুল এলাকায়।
জানা গেছে, ২০১৯ সালের ২৭ মার্চ লালমনিরহাট সদর উপজেলার হাড়িভাঙ্গা এলাকায় শ্বশুর বাড়ি থেকে আত্মগোপনে যান শাহজাহান। এ ঘটনায় ওই বছরের ৮ এপ্রিল তাঁর স্ত্রী মতিয়া বেগম লালমনিরহাট সদর থানায় স্বামী নিখোঁজের সাধারণ ডায়েরি করেন।
পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেই আত্মগোপন করেছিলেন শাহজাহান আলী। গতকাল বুধবার রাতে মিশনমোড় চত্বর থেকে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
লালমনিরহাট সদর থানার ওসি শাহা আলম আজকের পত্রিকাকে বলেন, তিন বছর আগে নিখোঁজ হওয়া শাহজাহান আলীকে গত বুধবার উদ্ধার করা হয়েছে। তাঁকে গতকাল ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়।