পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল সকালে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর যৌথ স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়।
এতে শাহানুর হককে সভাপতি ও অ্যাডভোকেট রিফাত হাসান সজিবকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি দেওয়া হয়। এ সময় তাঁদের আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি মোজাহিদুল ইসলাম প্রিন্স, উজ্জ্বল শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ খান, রতন চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক আতিকুল হক পারভেজ ও স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. জুবায়ের হোসেন।
আগামী তিন বছরের জন্য এ কমিটির কার্যক্ষমতা ঘোষণা করা হয়েছে।