বরিশাল প্রতিনিধি
বরিশাল নগরীর ৯ নম্বর ওয়ার্ড রসুলপুর চরে পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধ করাসহ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়ে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। গতকাল রোববার বেলা ১১টায় নগরীর সদর রোডে রসুলপুর এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন করা হয়।
সমাজতান্ত্রিক মহিলা ফ্রন্টের মহানগর সভাপতি জোহরা রেখার সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা সদস্যসচিব ডা. মনিষা চক্রবর্তী। ২০০৩ সাল থেকে রসুলপুর চরে ৪ সহস্রাধিক মানুষ বসবাস করে আসছে।