পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক এ আই এন্টারপ্রাইজ এর মধ্যে গবাদিপশুর কৃত্রিম প্রজনন প্রশিক্ষণ বিষয়ে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। গত রোববার বেলা ১১টায় ভাইস-চ্যান্সেলরের সম্মেলন কক্ষে এই সমঝোতা চুক্তি সই হয়। এতে পবিপ্রবির পক্ষে সমঝোতা স্মারকে সই করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল ইসলাম। ব্র্যাকের পক্ষে চুক্তিতে সই করেন ডিজিএম ড. ফারুকুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এএনএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আহসানুর রেজা, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আলী, বিবিএ অনুষদের ডিন অধ্যাপক মো. জাকির হোসেন. পিজিএস এর ডিন প্রফেসর ড. মো. ফজলুল হক, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন অধ্যাপক আহমেদ পারভেজ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. এমরান হোসেন প্রমুখ।