স্বায়ত্তশাসিত হংকংয়ের ‘স্ট্যান্ড নিউজ’ নামের সর্বশেষ গণতন্ত্রপন্থী একটি অনলাইন পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল পুলিশের অন্তত ২০০ সদস্য পত্রিকাটির অফিসে অভিযান চালিয়ে প্রধান সম্পাদকসহ ৭ জনকে গ্রেপ্তার, ৭৮ লাখের বেশি টাকার সম্পদ জব্দ করে। ‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের’ সঙ্গে যুক্ত থাকার অপরাধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি পুলিশের।
এক ফেসবুক পোস্টে স্ট্যান্ড নিউজ জানায়, ‘স্ট্যান্ড নিউজ আর বের হচ্ছে না। আমাদের সব কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে।’ পুলিশের এ অভিযানকে ‘দিনদুপুরে গণমাধ্যমে আক্রমণ’ বলে মন্তব্য করেছেন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের এশিয়ার সমন্বয়কারী স্টিভেন বাটলার।
এর আগে, গত জুনে একটি বিদেশি পত্রিকার সঙ্গে ‘যোগসাজশ’ করার অভিযোগ এনে বন্ধ করে দেওয়া হয় হংকংয়ের জনপ্রিয় আরেক পত্রিকা ‘অ্যাপল ডেইলি’।