খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন, ‘শিক্ষকতা মহৎ পেশা কথাটি সবাই জানেন। এই পেশার আদর্শ, মহত্ত্ব ও গুরুত্ব কতজন অনুধাবন করতে পারেন, তা মেনে চলেন, ধারণ করেন সেটা দেখার বিষয়। কারণ, জাতি গঠনের মূল দায়িত্ব শিক্ষকদেরই।’
তিনি আরও বলেন, ‘নবীন শিক্ষকদের হাতেই জাতির ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করছে। তারাই মানুষ গড়ার কারিগর। তাই শিক্ষকতা পেশাকে মনে প্রাণে গ্রহণ করে তারপরই নিবেদিত হতে হবে।’
গত বৃহস্পতিবার বেলা ২টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিংয়ের (সিইটিএল) আয়োজনে কবি জীবনানন্দ দাশ ভবনে ট্রেনিং প্রোগ্রাম ফর দ্য একাডেমিক মডুল ওয়ান: টিচিং অ্যান্ড লার্নিং শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘জ্ঞান সাধনা ও চর্চার বিষয়। সময় পাল্টেছে, যুগ পাল্টেছে, বিশ্বের চাহিদাও পাল্টাচ্ছে। নতুন নতুন চাহিদার প্রয়োজন মেটাতে উদ্ভাবনার প্রয়োজন হচ্ছে। এর ভিত্তি শিক্ষা আসে শিক্ষকদের হাত ধরেই। দীর্ঘকাল ধরে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না, এখন সে সুযোগ সৃষ্টি হয়েছে। তাই আমরা শিক্ষকদের গবেষণায় দক্ষ করে তুলতে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছি।’