চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচনে এক প্রার্থীর পক্ষে কাজ না করায় জসীম উদ্দীন (৩০) নামের এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। গত রোববার ভোটের পর রাতে এ ঘটনা ঘটে। আহত যুবক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ অভিযোগ বাঁশখালী পৌরসভার সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী নার্গিস আক্তার, তাঁর স্বামী মো. আলী আহমাদ ও দেবর আবুল কালামের বিরুদ্ধে।
জানা গেছে, নির্বাচন শেষে গত রোববার সন্ধ্যায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আসকরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। জসীম উদ্দীন পেট, বুক ও কোমরে আঘাত পেয়েছেন। তিনি একই এলাকার বাসিন্দা।
এ ব্যাপারে জসীম উদ্দীন বলেন, ‘আমি নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করেছি। আমার বাড়ি নার্গিসের এলাকাতেই। ভোট শেষে বাড়ি ফেরার পথে নার্গিস আক্তারের পক্ষে কাজ না করায় তাঁর স্বামীর নেতৃত্বে আমার ওপর হামলা চালানো হয়। তাঁরা প্লাস্টিকের চেয়ার দিয়ে আমাকে মারধর করে। এর বিচার দাবি করছি।’
এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর প্রার্থী নার্গিস আক্তার বলেন, ‘নির্বাচন শেষে আমি ও আমার স্বামী বাড়ি ফিরে গিয়েছি। বাড়িতে আসার পর এ ঘটনার কথা শুনেছি। তবে এ ঘটনা কারা করেছে তা আমাদের জানা নেই। আমরা কোনোভাবেই এ ঘটনার সঙ্গে জড়িত নই।’
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ‘এ ব্যাপারে মৌখিকভাবে অভিযোগ শুনেছি। এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’