এবারের মহান বিজয় দিবসে দেশবাসীকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তবে শপথের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে দুটি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসের চৌধুরী বলেন, ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান করা হবে। ১৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী সেখান থেকে সারা বাংলাদেশে একটি শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন, সেখানে সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। বিকেল সাড়ে ৫টা থেকে আলোচনা সভা শুরু হবে, বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং ভারতের রাষ্ট্রপতি আয়োজনে অংশ নেবেন।
দেশের সংস্কৃতি, প্রকৃতি, পরিবেশ, ৫০ বছরের অগ্রগতি—এসবের সমন্বয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠান হবে বলে জানান নাসের।
কামাল আবদুল নাসের চৌধুরী আরও জানান, ১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড ময়দানে বড় আকারে কুচকাওয়াজ হবে। সেখানে ছয়টি দেশের প্রতিনিধিদের নিয়ে আন্তর্জাতিক প্যারেড হবে।’ আয়োজনের সময় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা হবে।