লিভারপুলের বিপক্ষে প্রথম লেগে হারের প্রতিশোধ দ্বিতীয় লেগে নিতে পারল না আতলেতিকো মাদ্রিদ। অ্যানফিল্ডে ২-০ গোলে হেরেছে দিয়েগো সিমিওনের দল। টানা চার জয়ে ‘মৃত্যুকূপ’ থেকে সবার আগে নকআউট নিশ্চিত করল ইয়ুর্গেন ক্লপের দল।
ঘরের মাঠে শুরু থেকেই দারুণ ছন্দে ছিল লিভারপুল। নাটকীয় প্রথমার্ধের ২১ মিনিটেই ২ গোলের লিড নেয় ‘অল রেড’রা। এরপর ম্যাচের ৩৬ মিনিটে ফিলিপে লাল কার্ড দেখলে ম্যাচ থেকে আরও ছিটকে যায় আতলেতিকো। দ্বিতীয়ার্ধে ১০ জনের দল নিয়ে আর ম্যাচে ফিরতে পারেনি আতলেতিকো।
একই রাতে আরবি লাইপজিগের সঙ্গে ২-২ গোলে ড্র করেছেন লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামা প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। পিএসজি না পারলেও একই গ্রুপে দারুণ নৈপুণ্য দেখিয়েছে ম্যানচেস্টার সিটি। ক্লাব ব্রুগার বিপক্ষে ৪-১ গোলের বড় জয়ে গ্রুপের শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি।