হোম > ছাপা সংস্করণ

পাহাড়পুরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

সরকার অনুমোদিত বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁর বদলগাছীর পাহাড়পুরে প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ উপজেলার সব স্তরের মানুষ মানববন্ধন করেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পাহাড়পুর বাজারের তিন মাথা মোড়ে পাহাড়পুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ছাত্র পরিষদের ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়।

জানা গেছে, সাবেক জেলা প্রশাসক মিজানুর রহমান পাহাড়পুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব উপস্থাপন করেন। তারপর থেকেই এ বিশ্ববিদ্যালয় নিয়ামতপুর উপজেলার ছাতরা বিলে প্রতিষ্ঠার দাবিতে শুরু হয় রশি টানাটানি। এতে পাহাড়পুর বৌদ্ধবিহারের ইতিহাস ঐতিহ্য সুরক্ষায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা অনিশ্চিত হয়ে পড়ে। এরপর থেকেই প্রধানমন্ত্রীর কাছে এই পাহাড়পুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে এলাকাবাসী দীর্ঘ দিন থেকে সভা-সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে আসছেন।

গতকাল পাহাড়পুর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে পাহাড়পুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতুর সভাপতিত্বে বক্তব্য দেন নওগাঁ-৩ এর সাবেক সাংসদ আকরাম হোসেন চৌধুরী, ওই পরিষদের সদস্যসচিব বৈদ্যনাথ টপ্য, যুগ্ম আহ্বায়ক ও পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর, গোবরচাঁপা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুনুর রশিদ, পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আমিনুর রহমান, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ছাত্র পরিষদের আহ্বায়ক ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সামসুজ্জামান হিরা প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ