হোম > ছাপা সংস্করণ

বিএসএফের গুলিতে যুবক আহত

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীর নারায়ণপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবক আহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে এই ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মোতালেব হোসেন। তিনি নারায়ণপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালারচর গ্রামের আব্দুল রহিমের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল ভোরে একদল গরু চোরাকারবারি কালারচর সীমান্তে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে মন্ত্রিরচর এলাকায় কাঁটাতারের কাছে যায়। এ সময় ভারতের ৪১-বিএসএফের আসাম রাজ্যের ধুবরী জেলার মসলাবাড়ী ক্যাম্পের টহলদল টের পেয়ে তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এক রাউন্ড রাবার বুলেট মোতালেবের শরীরে বিদ্ধ হয়। পরে সহযোগীরা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে গোপনে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে যায়।

নারায়ণপুরের ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, ‘সীমান্তে গুলির ঘটনায় মোতালেব নামের একজন আহত হয়েছেন বলে জানতে পেরেছি।’

সীমান্তে গুলি ঘটনাটি নিশ্চিত করেছে কুড়িগ্রাম-২২ বিজিবির অধীন নারায়ণপুর বিওপি।

কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল মোত্তাকিম বলেন, ‘বিষয়টি লোক মারফত জানা গেছে। তবে বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে কোনো কিছু জানানো হয়নি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ