হোম > ছাপা সংস্করণ

সজল ও নোবেলের গান

অবশেষে পূর্ণাঙ্গরূপে প্রকাশ পেল সজলের ‘ভুল করো না’ শিরোনামের গানটি। গত এপ্রিলে গানবাংলা ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত কুইজ ক্যাম্পেইনের মধ্য দিয়ে প্রকাশিত হয় এ গানের লিরিক্যাল ভিডিও। এতে শ্রোতাদের উদ্দেশে ছুড়ে দেওয়া হয় প্রশ্ন, এটি কার গান, কোন লেবেল থেকে আসছে, এর সুরকার-গীতিকার, সংগীত পরিচালকই-বা কে?

গতকাল টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হয় ভুল করোনা গানের মিউজিক ভিডিও। তাতে জানা গেল গানটির কথা ও সুর কৌশিক হোসেন তাপসের। সংগীতায়োজনও করেছেন তাপস। 

গানটি প্রসঙ্গে সজল বলেন, ‘নতুন গান প্রকাশ আনন্দের, কিন্তু যদি গানটি হয় আমার গুরু তাপস ভাইয়ের, তাহলে তো কথাই নেই। অনেক প্ল্যাটফর্মে অনেক গান করেছি আমি, কিন্তু আমার দৃষ্টিতে এটা আমার জীবনের সেরা গান।’

গানটিকে ঘিরে কুইজ ক্যাম্পেইনে সাড়া দিয়েছিলেন ১০ হাজারের বেশি মানুষ। সঠিক উত্তর দিতে পেরেছিলেন সাত শতাধিক। তাঁদের মধ্য থেকে বাছাই করে শিগগিরই একজন সঠিক উত্তরদাতাকে দেওয়া হবে এক লাখ টাকা পুরস্কার।

এদিকে, ব্যক্তিগত বিষয় নিয়ে চর্চায় থাকা নোবেল নিয়মিত প্রকাশ করছেন নতুন গান। এবারের গানের শিরোনাম ‘কবর’। স্যাড-মেলোডি ঘরানার গানটি রচনা করেছেন জান্নাতারা ফেরদৌস মিলা। সুর ও সংগীত করেছেন সালমান জাইম। ইতিমধ্যে গানটির ভিডিওর শুটিং এবং পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়েছে। গানের মিউজিক ভিডিওর শুটিং হয়েছে শ্রীমঙ্গলে। অভিনয় করেছেন এ জেড এম জাহাঙ্গীর কবির ও শাকিলা পারভীন। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রেজা মাহমুদ।

নোবেল বলেন, ‘কবর গানটি আমার গানের ক্যারিয়ারে একটি অন্যতম সেরা মৌলিক গান হতে চলেছে। আমি নিজেও এ গানের প্রেমে পড়েছি। আশা করি আমার শ্রোতারাও এই গানের প্রেমে পড়বে।’ শিগগিরই আরএসএল মিডিয়া প্রোডাকশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পাবে কবর গানটি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ