হোম > ছাপা সংস্করণ

নওগাঁয় এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। পুলিশের ধারণা, ওই তরুণী আত্মহত্যা করে থাকতে পারে। গতকাল সোমবার দুপুরে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সকালে উপজেলার সোমনগর বাজার কুঠি গ্রামের একটি আমবাগান থেকে ওই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত তরুণীর নাম মেরিনা (১৫)। সে বাজার কুঠি গ্রামের মৃত ঝাকারিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সবার অজান্তে মেরিনা নামের ওই তরুণী গত রোববার দিবাগত রাতের কোনো একসময় বাড়ি থেকে বেরিয়ে যায়। সকালে পরিবারের লোকজন মেরিনাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন বাড়ির পাশের আমবাগানের ভেতরে কদমগাছের ডালে মেরিনার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে থানা-পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

পোরশা থানার ওসি শফিউল আজম খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই তরুণী আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ