কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বিকেলে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ আব্দুল হালিম।
বিশেষ অতিথি ছিলেন কবি ও সাহিত্যিক মোহাম্মদ শফি, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, সাংবাদিক দিলীপ মোদক, উদীচীর সভাপতি অনুপম মোদক, ওয়ার্কার্স পার্টির সভাপতি শওকত হোসেন প্রমুখ।