ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আগানগর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আগানগর ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন হয়।
সম্মেলনে দক্ষিণ কেরানীগঞ্জ থানা কৃষক লীগের সভাপতি হাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ কৃষক লীগের সভাপতি আবু জাফর জাকিউদ্দিন আহমেদ রিন্টু। আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা দক্ষিণ কৃষক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক নূরে আলম নূরু ও কৃষক লীগ নেতা হাজী মো. রফিক প্রমুখ।